চুয়াডাঙ্গার গবরগাড়ায় শরিকানা জমি ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ : মহিলাসহ আহত ৭

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গবরগাড়া গ্রামে ভিটে জমি ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ আহত হয়েছে ৭ জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে শাহিদাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের লতিফ ফকির ১৫ বছর পূর্বে মারা যান। লতিফ ফকিরের চার ছেলে রমিজ, আশরাফুল, হালিম ও হাকিম ভিটে জমি ভাগাভাগি নিয়ে প্রায় জড়িয়ে পড়তো দ্বন্দ্বে। বিবাদ এড়াতে লতিফের মেজ ছেলে আশরাফুল শরিকানা ভাগের জমি বিক্রি করে দেয় ভাই রমিজ ও হালিমের নিকট বাকিতে। বাকি টাকা চাইতে গেলে কালক্ষেপণ করতে থাকে রমিজ ও হালিম। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার বসে সালিস বৈঠক। সর্বশেষ গতকাল মঙ্গলবার আশরাফুল টাকা চাইতে গেলে রমিজ ও হালিমের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। রক্তাক্ত জখম হয়  লতিফ ফকিরের ছেলে রমিজ (৫০), আশরাফুল (৪৫), হালিম (৩৫) আশরাফুলের স্ত্রী শাহিদা বেগম (৩৫), হালিমের স্ত্রী কুলছুম (৩০), আশরাফুলের ছেলে জনি (১৫) ও মেয়ে শাহানাজ (২০)। আহতদের উদ্ধার করে রাতেই নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।