শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন যুবদল সভাপতি আবু জাফর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রমূলকভাবে নাম জড়ানোর প্রতিবাদে শৈলকুপায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক গোলাম মোরশেদ। গতকাল মঙ্গলবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক গোলাম মোরশেদ বলেন, গত ৭ সেপ্টেম্বর জাতীয় দৈনিকে ও আঞ্চলিক পত্রিকায় শৈলকুপা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শিরোনামে প্রকাশিত সংবাদে তার নাম উল্লেখ করা হয়েছে। সংবাদে উল্লেখ রয়েছে- শৈলকুপা থানা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, গত শনিবার রাত ৮টায় আবু জাফর রয়েড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে যুবলীগ নামধারী মোরশেদ, নাঈম ও শান্তসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী আবু জাফরকে হাতুড়ি পেটা করে ও তার হাত পায়ের রগ কেটে দেয়। প্রকৃত পক্ষে রাকিবুল হাসান খান দিপু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রকাশিত সংবাদটির বক্তব্য তার নয়। তিনি বলেন শনিবার বিকেলে জাফরের ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় জড়িত আসামিদের স্থানীয় লোকজন দেখেছে। হামলাকারীদের নামে বিভিন্ন পত্রপত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ ও শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই, একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গোলাম মোরশেদ।