কুষ্টিয়ায় যুবলীগ পার্টি অফিস ভাঙচুর

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় যুবলীগ পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে হামলা চালিয়ে অফিসের সামনে রাখা কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে আটটার সময় এ ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুনেছি রাতে কয়েকজন যুবক হঠাত করে পার্টি অফিসের সামনে আসে। তারা অফিসের সামনে রাখা কয়েকটা চেয়ার ভাঙচুর করে। এ ঘটনার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে। তাজুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তছনছ করার যে দাবি করা হচ্ছে এটি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বলেন, চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত হঠাত করে যুবলীগের পার্টি অফিসে হামলা চালায়। তারা অফিসের জিনিসপত্র ভাঙচুর করে।