দর্শনা অফিস: প্রায় দেড় বছর আগে ভারতে পাচার হওয়া দু বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। গতকাল সোমবার গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডর সুবেদার রবিউল ইসলাম ও দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই নাজমুল হক। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর তারা দত্ত ও ইমিগ্রেশন কর্মকর্তা বিকে চ্যাটার্জি প্রমুখ।
বিজিবি জানায়, গত ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বিকেলে পাচারকারীচক্রের সদস্যরা নওগাঁ জেলার সাপাহার উপজেলার রুস্তম আলীর মেয়ে মাছুরা খাতুন (১৭) ও সিলেট জেলার বড় ময়দান গ্রামের আব্দুর রহমানের মেয়ে শিল্পী খাতুনকে (১৮) চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করে বনগাঁ নিয়ে যাওয়ার সময় বিএসএফ তাদেরকে আটক করে। এ সময় পাচারকারী সদস্যরা পালিয়ে যায়। ওই দিনই সংশ্লিষ্ট থানায় তাদের সোপর্দ করা হলে ওই দেশের প্রচলিত আইন আনুযায়ী তাদেরকে সেফ হোমে দেড় বছর সাজা ভোগ শেষে গতকাল সোমবার দুপুরে দর্শনা সীমান্তে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-বিজিবির কাছে ফেরত দেয়। দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরতকৃত যুবতীদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।