মাথাভাঙ্গা মনিটর: আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে গুলি করে স্কুলের গণিতের শিক্ষককে খুন করার পর আত্মহত্যা করেছে যুক্তরাষ্ট্রের ১২ বছরের এক কিশোর। এ সময় তার গুলিতে দু সহপাঠীও মারাত্মক আহত হয়। গত সোমবার যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলীয় স্পার্কস টাউনের স্পার্কস মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্যটির আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। স্কুলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছাত্ররা স্কুলে আসার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সপ্তম শ্রেণির ছাত্র অ্যান্ড্রু থম্পসন বলেছে, এক কিশোর হঠাত উত্তেজনার বশে বোধবুদ্ধি শূন্য হয়ে একটি পিস্তল বের করে আমার বন্ধুকে গুলি করে, এরপর সে হেঁটে এক শিক্ষকের কাছে গিয়ে তাকে ঘুরে দাঁড়াতে বলে। স্যার ঘোরা শুরু করার সাথে সাথে তাকে গুলি করে সে। স্যার পড়ে নিথর হয়ে যান। আমি ও আমার পাঁচ বন্ধু স্যারকে ধরে নিরাপদ জায়গায় নেয়ার চেষ্টা করি। তাকে তুলে নিয়ে কিছুদূর যাওয়ার পরই ভাইস প্রিন্সিপাল স্যার এসে আমাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেন। তাই গুলিবিদ্ধ স্যারকে রেখে আমরা নিরাপদ স্থানে চলে যাই।