কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোরদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জাসদ সমর্থিত স্থানীয় ওয়ার্ড মেম্বার উফান মালিথা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল শেখের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মিরপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, জমিজমা নিয়ে মুলত দু পক্ষের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।