কুষ্টিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইন্টারনেট সপ্তা ও দু দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুব। উপজেলা নিবার্হী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা হুসাইন, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অইসিটি) আব্দুল্লাহ আল মামুন। মেলায় প্রায় ২৫টি স্টল অংশ নিয়েছে।