মুজিবনগর প্রতিনিধি: কালু বিশ্বাস (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে ৪শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ। সে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ছয়উদ্দীনের ছেলে।
মুজিবনগর থানার ওসি কাজী আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আবু তাহের ও আব্দুল হান্নান পুলিশের একটি দল নিয়ে আনন্দবাস গ্রামের মুচিপাড়া নামক স্থানে অবস্থান করছিলেন। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশে আসে কালু বিশ্বাস। হাতেনাতে ৪শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গতকালই তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।