মেহেরপুর অফিস: গাঁজা রাখার অপরাধে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ইয়াছিন বিশ্বাসের ছেলে মো. মোক্তার হোসেন (৬১) ও মৃত ঠাণ্ডু বিশ্বাসের ছেলে মো. বদর উদ্দিন (৫৫) নামের দু মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম পিরোজপুর গ্রামের পাশ্ববর্তী যাদুখালী লাফা সাধুর মাজার এলাকা থেকে ৫০ গ্রাম করে গাঁজাসহ তাদের দুজনকে আটক করে। মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।