টিপ্পনী

 

খবর: (মুজিবনগরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে মোটরসাইকেলে আগুন)

 

মাছ না পেয়ে ছিপে কামড় দিলেন

অনেক দিনের ঝাল মিটিয়ে নিলেন

সাহস দেখে মানুষ অবাক হয়,

আমজনতা থমকে সবাই রয়।

 

ওরা কাঁপায় পাড়া নগর শহর

আছে ওদের বিরাট বিরাট বহর

বাটপারিতে পটু আছে বেশ,

ওই বেটারা দেশের মারে তেশ!

 

সকাল দুপুর হচ্ছে খালি ছিনতাই

তাবত মানুষ টেনশনে আর চিন্তায়

ভরছে নাগো হাওদা ওদের পেট,

ভাঙছে বাড়ি কাটছে বাড়ির গেট!

 

-আহাদ আলী মোল্লা