স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল এ ঘটনা ঘটে। দু উত্ত্যক্তকারী হলেন মো. ইমরুল হাসান (৩০) এবং হাবিবুর রহমান (২৯)।
পুলিশ ও সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী টিএসসি এলাকায় যান। এ সময় ওই দু যুবক তাকে অনুসরণ করেন। একপর্যায়ে তারা ওই ছাত্রীর মুঠোফোন নম্বর চান। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হন এবং মুঠোফোন নম্বর দিতে অস্বীকার করেন। এরপর ওই দুই যুবক উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। পরে ওই ছাত্রী উপায় না দেখে ফোন করে তার বন্ধুদের টিএসসি এলাকায় ডেকে আনেন। তার বন্ধুরা গিয়ে ওই দু যুবককে ধরে পিটুনি দেন। এ সময় আশপাশের অন্য শিক্ষার্থীরাও ওই দু যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার এসআই শফিয়ার রহমান বলেন, টিএসসির পায়রা চত্বরে সহপাঠীদের আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। একসময় সহপাঠীরা চলে গেলে ইমরুল ও হাবিবুর ওই ছাত্রীর পিছু নেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।
শফিয়ার রহমান জানান, অভিযুক্ত দু যুবককে থানায় আনা হয়েছে। তারা নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছে।