দামুড়হুদার নাস্তিপুরে স্কুলছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে দেহভোগ : অন্তঃসত্ত্বা

অভিযুক্ত জহুরুলের অপকর্ম ঢাকতে চলছে গর্ভপাত ও মমাংসার পায়তারা

 

দর্শনা অফিস: দামুড়হুদার নাস্তিপুরে স্কুলছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে দেহভোগ করেছে অভিযুক্ত জহুরুল। স্কুলছাত্রী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পুলিশে অভিযোগ করা হয়েছে জহরুলের বিরুদ্ধে। এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত জহুরুল। তবে তার অপকর্ম ঢাকতে চলছে মীমাংসার পাঁয়তারা। মীমাংসার মাধ্যমে স্কুলছাত্রীকে গর্ভপাত ঘটানোর প্রক্রিয়ায় এগোচ্ছে বলে অভিযোগ উঠেছে জহুরুল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পরকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর মসজিদপাড়ার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ফুঁসলিয়ে প্রেমসম্পর্ক গড়ে তোলে একই পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে ১ সন্তানের জনক জহুরুল ইসলাম। বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার দেহভোগ করে অভিযুক্ত জহরুল। স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জহরুলকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। এতে বেঁকে বসে জহুরুল। বেশ কিছু দিন ধরে জহুরুল স্কুলছাত্রীকে গর্ভপাত ঘটনোর অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যা বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে জহুরুলের নাম। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিস বৈঠকের প্রস্তুতি নেয়া হলেও জহুরুল তা ভেস্তে দিয়েছে বলে অভিযোগ ওঠে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় জহুরুলের বিরুদ্ধে অভিযোগ করেছে বলে শোনা গেলেও এ পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি অভিযুক্তকে। এদিকে জহুরুল গাঢাকা দিয়ে থাকলেও আবারো বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে টাকার বিনিময়ে আপস-মীমাংসার পাঁয়তারায় মেতেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখে জহুরুলকে গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসী।