তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা

 

গাংনী প্রতিনিধি: জিয়া পরিবার ধ্বংস করতে তারেক রহমানকে মিথ্যা অভিযোগে আটক করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। তিনি বলেন, তারা মিথ্যা অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালিয়ে আসছে। কিন্তু মিথ্যা অভিযোগ এনে তাকে ধ্বংস করা যাবে না। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হামলা-মামলা গ্রেফতার করে জিয়ার আদর্শ থেকেও সরিয়ে আনা যাবেনা। জিয়ার সৈনিকরা এসব রক্তচক্ষু শাসানি আর হামলা-মামলার ভয় করেনা। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গাংনী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ মাস্টার, গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইনসু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, প্রভাষক আক্তার হোসেন, রফিকুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন মোস্কান, উপজেলা বিএনপির দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ।