স্টাফ রিপোর্টার: দক্ষিণ হাসপাতালপাড়া ও দক্ষিণ থানা কাউন্সিলপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও বখাটে যুবকদের উৎপাত রোধে করণীয় নির্ধারণে গতকাল শুক্রবার আলোচনাসভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। পৌর মেয়রের উপস্থিতিতে এলাকার নিরাপত্তা কল্পে কমিটি গঠন করা হবে।
আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আব্দুল হান্নান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অ্যাড. সোহরাব হোসেন, আব্দুল আজিজ, আশরাফ, মো. আলাউদ্দীন প্রমুখ। মহল্লার পক্ষে এসব তথ্য জানান, আব্দুর রাজ্জাক।