গাংনীর ষোলটাকা-সহড়াবাড়িয়া সড়কে বৃক্ষরোপণ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা-সহড়াবাড়িয়া সড়কের দেড় কিলোমিটার রাস্তার দু ধারে বৃক্ষরোপণ করেছে উপজেলা বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গাংনী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ সড়কে দেড় হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা লাগানো হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ুব আলীসহ এলাকার সুধীবৃন্দ।