চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিতে ক্রিকেট সরঞ্জাম বিতরণ

 

স্টাফ রিপোর্টার: শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। একটি শিশুকে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক কুসরত। খেলাধুলার মাধ্যমে তা সম্ভব। এসব অভ্যাস গড়ে ওঠে ছোটবেলা থেকেই। শিক্ষার জন্য যেমন প্রয়োজন বিদ্যালয়। তেমনি খেলাধুলার জন্যও প্রয়োজন প্রশিক্ষণের ক্লাব। একটি নির্দিষ্ট স্থানে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করলে ক্ষুদ্র থেকে ধীরে ধীরে একদিন রূপ নেবে বৃহত্বের। জন্মলগ্ন থেকে কেউ কিছু অর্জন করে আসে না। পরিবার এবং সামাজিকভাবে গড়ে ওঠে সন্তানের ভবিষ্যত। আর আমরা সকলেই আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যত দেখতে চাই। আবার ইচ্ছা থাকলেই সকলের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। এজন্য চাই কলের সহযোগিতা। গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেট সরঞ্জাম বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএমমামুন উজ্জামান। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আ.লীগ নেতা শুকুর আলীর সহযোগিতায় একাডেমির পরিচালক ক্রীড়া শিক্ষক ইসলাম রকিবের হাতে ক্রিকেট সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় শুকুর আলী বলেন, উঠতি বয়সি শিশুরা খেলাধুলার মধ্যে মনোনিবেশ থাকলে বিপদগামী হবার সম্ভাবনা থাকে না। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষণার্থীরা।