স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায় ল্যাংটা মামুর মাজারের ফকির ও খাদেমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ফকির রহমত উল্লাহ ওরফে লেংটা মামু (৬০) ও খাদেম মো. আব্দুল কাদের (৩০)। রহমত উল্লাহ ওরফে লেংটা মামুর আস্তানাটি স্থানীয় লোকজনের কাছে লেংটা মামুর মাজার নামে পরিচিত। ফকিরের সাথে কারও কোনো বিরোধ ছিলো কি-না, অথবা মাজারবিরোধী গোষ্ঠীর কেউ এ হত্যাকাণ্ডে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান। স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজের সময় এক যুবক এসে রহমত ও তার খাদেমকে খুন করে পাহাড়ের মধ্যদিয়ে জামতলা হয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ডিউটি অফিসার এএসআই মাহবুব জানান, নামাজের আগে ল্যাংটা ফকিরের মাজারে হামলা চালিয়ে ফকির ও খাদেমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।