আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে গতকাল আলমডাঙ্গায় আ.লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা পৌর আ.লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে ও গাংনী ইউনিয়ন আ.লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহেরের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সম্পাদকের মধ্যে আশাবুল হক ঠাণ্ডু, সমীর কুমার দে, আব্দুর রাজ্জাক, খাইরুল ইসলাম, খবির উদ্দীন, দীদার আলী, আব্দুল হান্নান, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর জব্বার, বিল্লাল গণি ও মকবুল হোসেন।
সভায় বক্তাগণ আলমডাঙ্গা স্টেশনের সামনে রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে গত বুধবার ২ পক্ষের মধ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষসহ প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই বিবাদমান জমির লিজ বাতিলের জন্য হুইপ মহোদয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন।