ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে চাল বোঝাই ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে চাল বোঝাই ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁদ পুলিশ ক্যাম্প ইনচার্জ মকলেছুর রহমান জানান, লাঙ্গলবাঁধ বাজার থেকে ১৫২ বস্তা চাল নিয়ে একটি ট্রলার রাজবাড়ি জেলার পাংশার উদ্দেশে রওনা হয়। ট্রলারটি লাঙ্গলবাঁধ বাজার ছেড়ে শ্রীপুর উপজেলা সীমান্তে গেলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা ৪ চালব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাশেম খান জানান, ট্রলার ডুবিতে নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।