মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-বলিভিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক প্রীতিম্যাচে শুক্রবার বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এ ম্যাচে দলে থাকছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। যদিও কোপা আমেরিকায় ব্যর্থতার পর অনেকেই ধারণা করছিলেন- মেসি জাতীয় দলের খেলা থেকে ইস্তফা দিতে পারেন। বলিভিয়ার বিপক্ষে মেসি চাপ সামলে জাতীয় দলের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার সতীর্থ জাভিয়ের মাশেরানো, যিনি মাঠে তারকা এ স্ট্রাইকারটির খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন। মেসিকে সমর্থন দিয়ে মাশেরানো বলেন, সমালোচনায় মেসি কখনো মুখ লুকায় না এবং লজ্জা বোধ করে না। সে বিশেষ কিছু। সে জাতীয় দলের হয়ে খেলা অব্যাহত রাখবে। চার দিনের ব্যবধানে আমেরিকার মাটিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটির জন্য ২৪ সদস্য বিশিষ্ট আর্জেন্টিনা দলে মেসি ও মাশেরানো দু জনই রয়েছেন। বলিভিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচ শেষে ডালাসে কোচ জেরার্ডো মার্টিনোর মেক্সিকোর সাথে মুখোমুখি হবে তারা।