মাথাভাঙ্গা মনিটর: খবরের শিরোনাম হতে বরাবরই পারদর্শী হলিউডের জনপ্রিয় গায়িকা অভিনেত্রী লিন্ডসে লোহান। প্রায়ই বিভিন্ন কাজের জন্য তিনি সংবাদপত্রের শিরোনামে আসেন, যার মধ্যে একটি হলো মাতাল হয়ে অসংলগ্নতা করা। তবে এবার একটু ভিন্নভাবেই শিরোনামের মধ্যমণি হলেন তিনি। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে মাতাল হয়ে নিজেই কনের সাজে বসে যান বিয়ের পিঁড়িতে। শুধু তাই নয়, মাতাল হয়ে তিনি অনুষ্ঠানে বলতে থাকেন তার অলঙ্কার চুরি গেছে। এ ঘটনাটির আগেও তিনি মদ খেয়ে অনেক হাস্যকর কর্মকাণ্ডের সৃষ্টি করেছিলেন, আর তাই তার ওপর মদ খেতে আইনি নিষেধাজ্ঞাও রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমি খেতে চাইনি, বন্ধুরা জোর করে আমাকে খাইয়েছে। অপরদিকে সম্প্রতি তার সাবেক গাড়িচালক মামলা ঠুকেছেন তার বিরুদ্ধে। চালক অভিযোগ করেন, লোহান কয়েক বছর ধরে তার প্রাপ্ত বেতন-ভাতা দেননি। তাই তিনি লোহানের বিরুদ্ধে আইনের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন।