স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্যের মাধ্যমে সদস্যপদ থেকে ইস্তফা দেয়া আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এর ফলে সাবেক এ মন্ত্রীর নির্বাচনী আসন টাঙ্গাইল-৪ এখন সংবিধান অনুযায়ী শূন্য বলে গতকাল বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আসন শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের পর বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে উপনির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদকে লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র গ্রহণ ও তার নির্বাচনী আসন শূন্য হওয়ার বিষয়টি জানান স্পিকার। শিরীন শারমিন বলেন, দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর সংসদ কক্ষে উপস্থিত হয়ে স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আমার কাছে পাঠিয়েছেন। আমি সেটা গ্রহণ করেছি। সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগপত্র আমার কাছে আসার সাথে সাথে তার আসন শূন্য হয়েছে।’ গত মঙ্গলবার আবেগঘন বক্তব্য শেষে আরদালির মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে সংসদ থেকে বের হয়ে যান লতিফ সিদ্দিকী। সন্ধ্যা সাতটা ২৪ মিনিট থেকে সাতটা ৩৯ মিনিট পর্যন্ত সংসদে বক্তব্য দেন তিনি।