টিপ্পনী

 

খবর: (আলমডাঙ্গার নাগদাহে কাজি রবিউলের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ)

 

একটা বিয়ে দুটো বিয়ে

বিয়ের বাজার গরম,

কাজি সাহেব মুচকি হাসেন

পয়সা আসে চরম

 

কনের বয়স বারো তেরো

কপালে তার উঠলো গেরো

কিন্তু কাজির পকেট বোঝাই

পরম পাওয়া পরম।

 

কাজি সাহেব বিয়ে পড়ান

টাকার সাথে গোস্ত,

ওনার খাতায় নিয়ম নিষেধ

তাও বোঝো না দোস্ত!

 

-আহাদ আলী মোল্লা