গাংনীর প্রয়াত চেয়ারম্যান কাবুল হোসেনের কবর জিয়ারত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাবুল হোসেনের কবর জিয়ারত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে মরহুমের নিজ গ্রামের কবরস্থানে জিয়ারত শেষে দোয়া করা হয়। এলাকার বাইরে থাকায় সাহিদুজ্জামান খোকন জানাজায় অংশ নিতে পারেননি। গতকাল তিনি গাংনী ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে রামকৃষ্ণপুর ধলা গ্রামের কবরস্থানে উপস্থিত হন। এ সময় কবর জিয়ারত করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইলা আরজুমান বানু, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টুসহ নেতৃবৃন্দ। দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৮ আগস্ট মারা যান কাবুল হোসেন।