গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিসভা গতকাল বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মটমুড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, আ.লীগ নেতা মো. মহাসিন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু প্রমুখ। আলোচনা শেষে আবুল হাশেমকে আহ্বায়ক, আব্দুল বারি, মনিরুজামান আতু ও মাসুদ পারভেজকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।