মহেশপুরে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ যুবক আটক

 

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকাল ১০টার সময় মহেশপুর হাসাপাতালের সামনে চায়ের দোকান থেকে একটি মোটরসাইকেল ও ২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই জিএম হাফিজুর রহমানের নেতৃত্বে পৌর এলাকার জলিলপুর গ্রামের আনোয়ারুল মণ্ডলের ছেলে আমির হোসেনকে (৩০) একটি মোটরসাইকেল ও ২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।