আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের কাজি রবিউলের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের কাজি রবিউলের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ পাওয়া গেছে। তিনি সকল বাধা উপেক্ষা করে নাগদাহের ১০ম শ্রেণির ছাত্রীর বিয়ে পড়ান বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

জানা গেছে, গতকাল বুধবার আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের রবিউল কাজি জোড়গাছা গ্রামের আতিয়ারের ছেলে লিখন (২৫) ও একই গ্রামের শামসুলের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী শিউলির (১৬) বিয়ে পড়ান। জোড়গাছা গ্রামে বিয়ে পড়াতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। গতকাল দুপুরে মুন্সিগঞ্জের মিলপাড়ার একটি বাড়িতে অতি গোপনে বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়াতে জেহালা ইউনিয়নের কাজি আনোয়ারকে ডাকা হলে তিনি বাল্যবিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করলে নাগদাহ ইউনিয়নের কাজি খেজুরতলা গ্রামের রবিউলকে ডাকা হয়। তিনি মোটা আঙ্কের টাকার বিনিময়ে শাদা কাগজে বিয়ে পড়িয়ে দেন। এলাকাবাসী বাল্যবিয়ে পড়ানো কাজি রবিউলের শাস্তির দাবি জানিয়েছে।