স্মিথ যুগে প্রবেশ করছে অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: বেলফাস্টে আজ বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে শুরু হচ্ছে স্টিভেন স্মিথের যুগ। এর আগেও অবশ্য অস্থায়ীভাবে দলের নেতৃত্ব দিয়েছেন স্মিথ। গত বছরের শেষ দিকে তার নেতৃত্বেই অজিরা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করেছিলো। নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরির কারণেই দায়িত্ব পালন করতে হয়েছিলো স্মিথকে। তবে পরবর্তীতে ক্রিকেট বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের জন্য দলীয় অধিনায়কের দায়িত্বে ফিরে আসেন ক্লার্ক। এখন অবশ্য ওয়ানডে ও টেস্ট উভয় ফর্মেটেই অসি দলের নেতা মনোনীত হয়েছেন স্মিথ।

আজ বৃহস্পতিবারের ম্যাচ থেকে প্রথমবারের মতো নিয়মিত অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেয়া শুরু করবেন স্মিথ। চলমান সফরে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বর্তমানে ওডিআই ৱ্যাঙ্কিয়ে এক নম্বর স্থানে থাকলেও তাদেরকে এখন নতুন করে শুরু করতে হবে। আগামী চার বছর পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তখন স্মিথের বয়স হবে ৩০ বছর। তখনো তিনি দলীয় নেতৃত্বে থাকতে পারবেন কি-না, সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ এরই মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে স্মিথকে।