দামুড়হুদায় প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোবিন্দহুদা গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোবিন্দহুদা গ্রামের পুকুরপাড়া একাদশ ও কলুপাড়া একাদশের মধ্যে ওই প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কলুপাড়া একাদশ ৮১-৫৫ পয়েন্টে পুকুরপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন প্রভাষক সাজদার আলী। খেলা শেষে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুদ আলী, সাবেক ইউপি সদস্য শাজাহান আলী, আ. রশিদ, আ. সামাদ, বেল্টু, আশরাফুল, নাছিম, শরিফুল প্রমুখ। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম।

Leave a comment