মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হিন্দু মন্দিরে বোমা হামলার ঘটনা তদন্তকারী পুলিশ বলেছে, গত মঙ্গলবার আটক হওয়া দ্বিতীয় সন্দেজনক বিদেশির সাথে সপ্তাশেষে উদ্ধার করা বোমা তৈরির সরঞ্জামে পাওয়া আঙুলের ছাপের মিল পাওয়া গেছে। এ থেকে পুলিশের ধারণা, ক্যাম্বোডিয়া সীমান্তের কাছে গ্রেফতার হওয়া ওই বিদেশিই এরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনায় কোনো একটি চক্রের হয়ে মূল ভূমিকা পালন করেছে। পুলিশের মুখপাত্র প্রাউত থাওর্নসিরি বলেন, ওই ব্যক্তি বোমাটি ব্যাংককের ফ্ল্যাটে কিংবা মন্দিরে বহন করে নিয়ে গিয়ে থাকতে পারে। ১৭ আগস্টে চালানো ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলায় অন্তত ২০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুজন বিদেশিকে আটক করেছে থাই পুলিশ। পুলিশ তাদের জাতীয়তা প্রকাশ করেনি। তবে বলেছে, গত মঙ্গলবার আটক হওয়া দ্বিতীয় বিদেশিটি সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া হলুদ টিশার্ট পরা ব্যক্তিটির মতো। মন্দিরে বিস্ফারণের আগে ওই ব্যক্তিকে একটি ব্যাগ সেখানে ফেলে আসতে দেখা যায় ফুটেজে। দ্বিতীয় বিদেশি আটক হওয়ার আগে গত শনিবার পুলিশ ব্যাংককের একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে প্রথম বিদেশিকে আটক করে। উদ্ধার করা হয় বোমা তৈরির সাজ সরঞ্জাম এবং ভুয়া কয়েকটি পাসপোর্টও।