মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে দু শিশুও রয়েছে। গতকাল বুধবার দিনের প্রথমভাগে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত হয়। আগুন থেকে বেঁচে যাওয়া চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনারড ক্যাজেনেভ বলেন, এ ট্র্যাজেডির কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি। ধারণা করা হচ্ছে, গ্রাউন্ড ফ্লোরেই আগুনের সূত্রপাত। সেখান থেকে দ্রুত এটি উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।