স্টাফ রিপোর্টার: নাটোর শহরের তেবারিয়ায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা রাজিব আহম্মেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নাটোরের পুলিশ সুপার এ খবর নিশ্চিত করেছেন। গত শনিবার বিকেলে শহরের স্টেশনবাজার একতার মোড়ে সদর থানা ও পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত শোকসভায় অংশ নিতে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হন যুবলীগ নেতা নাজমুল (৩২) ও কর্মী রাজিব (২৩)। গত চার দিন রাজিবকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে এ ঘটনায় গত রবি ও সোমবার নাটোর থানায় সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটির বাদী স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও কামরুল ইসলাম। অপরটির বাদী পুলিশ। ইতোমধ্যে এ সব মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে জেলা সদরের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। রাজশাহীর রাজপাড়া থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, রাজিবের লাশ বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।