স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত একটি রিট আবেদন পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোহম্মদ ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীরা আইনজীবী ব্যারিস্টার শিশির মোহম্মদ মনির জানিয়েছেন, আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়া গেলে কি পর্যবেক্ষণে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছেন তা জানা যাবে। তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো। গত বৃহস্পতিবার জাকির হোসেন নামে এক ব্যক্তি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। এই ধারায় পল্লবী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিলো। তার স্ত্রী এ মামলা দায়ের করেছিলেন। তিনি সংক্ষুব্ধ হয়ে এই রিট দায়ের করেন।