টিপ্পনী

 

খবর: (মুক্তিপণের দাবিতে সহপাঠীকে খুন)

 

আঙুল তুলে বললে কথা খবর

কখন কোথায় জ্যান্ত হবা কবর

হিসাব করে চলো,

আস্তে কথা বলো।

 

পাল্টে গেছে খুনোখুনির ধরন

হাতের মুঠোয় বন্দি যেন মরণ

জেনে শুনে চলো,

চিন্তা করে বলো।

 

এদিক ওদিক শুধু নেশার বতোল

এক নিমিষেই হচ্ছে মানুষ কতল

যায় না কিছু বলা,

বললে খতম গলা!

 

-আহাদ আলী মোল্লা।