মেহেরপুরে ইজিবাইক মালিক-চালকদের সাথে বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব : বাস চলাচল বন্ধ

মেহেরপুর অফিস: মেহেরপুর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-চালক ও বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের কারণে মেহেরপুরের সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ইজিবাইক মালিক-চালক সমিতির আহ্বানে শহরের ওয়াপদা মোড় এলাকায় অনুষ্ঠিত অবরোধ থেকে কুষ্টিয়াগামী ২টি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা-ধাওয়া শেষে জেলার সবরুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙচুর করা হয় ২২টি ইজিবাইক। ভাঙচুরের আশঙ্কায় ইজিবাইক চালকরা রাস্তায় নেই।

মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম রসুল বলেন, সকালে ওয়াপদা মোড় এলাকায় মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া দু টি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে ইজিবাইক মালিক-চালকরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে পুলিশ সুপারের সাথে আলোচনা শেষে তারই আশ্বাসে বাস ছাড়লে আবারও ইজিবাইক মালিক-চালকরা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আরো একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এ ঘটনার পর বেলা ১২টা থেকে মেহেরপুরের সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারণ সম্পাদক আল মামুন জানান, বাসমালিক সমিতির পক্ষ থেকে ইজিবাইক চলাচলে বাধা দিলে গত কয়েক দিন আগ থেকে আন্দোলন শুরু হয়। এর মধ্যে গত সোমবার শহরের পণ্ডেরঘাট এলাকায় দুজন ইজিবাইক চালককে মারধর করে বাস শ্রমিকরা। এর প্রতিবাদে ও জেলার দুটি আঞ্চলিক মহাসড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবিতে সড়ক অবরোধ করা হয়। এতে বাস শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মেহেরপুর শহরে লাঠি-সোটা নিয়ে কমপক্ষে ২২টি ইজিবাইক ভাঙচুর করে। এদিকে আবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তোলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান। পুলিশ সুপার হামিদুল আলম জানান, আবারো উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতির সুষ্ঠু সমাধান করা হবে।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইজিবাইক মালিক-চালক কর্তৃক বাস মালিককে মারধর ও ৩টি যাত্রীবাহী বাস ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা হতে দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল, সহসভাপতি মোজাম্মেল হক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুরের ৪টি মহাসড়কের ২টিতে ইজিবাইক চলাচলের দাবিতে জেলা ইজিবাইক মালিক-চালক সমিতি আন্দোলন করে আসছে। ওই দু’টি সড়কে ইজিবাইক চলাচল করলে যাত্রীবাহী বাসের যাত্রী কম হবে। এভেবে ওই পথে ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে ফুঁসে ওঠে বাস ও মিনিবাস মালিক-শ্রমিকরা। এনিয়ে দীর্ঘদিন থেকে ইজিবাইক মালিক-চালক ও বাস মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।