চুয়াডাঙ্গা জাসদের মতবিনিময় সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চুন্নু
স্টাফ রিপোর্টার: দেশের স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের শক্তির কাছে পরাজিত হলে ও তারা ধ্বংস হয়ে যায়নি। তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো অকার্যকর জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য জামায়াত-বিএনপি জোট গোপনে যড়যন্ত্র করে যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের নাশকতা চালাতে পারে। তাদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা জাসদের সভায় জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চুন্নু উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, শাসক দলের কিছু নেতা জামায়াত-শিবিরের টাকায় বিক্রি হয়ে ১৪ দলের ঐক্য নষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যা নিয়ে জাসদকে দোশারোপ করে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামী লীগের অনেক নেতাই খুনি মোস্তাকের সরকারে ছিলেন। তারা কোনো প্রতিবাদ করেনি। একমাত্র জাসদ সেদিন মোস্তাক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলো। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে এ ধরনের নেতাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু।
চুয়াডাঙ্গা জেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সারোয়ার, চুয়াডাঙ্গা উপজেলা জাসদের আহ্বায়ক আবুল হোসেন মণ্ডল, জীবননগর জাসদের সভাপতি আ. রশিদ, সেক্রেটারি সামসুল আলম, দামুড়হুদা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, জেলা জাসদ নেতা আশির উদ্দিন কলম, লাভলু রহমান, আলমডাঙ্গা পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, সম্পাদক ডালিম হোসেন, বেগমপুর ইউনিয়ন জাসদের সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রমজান আলী, আলুকদিয়ার সভাপতি আ. আজিজ, চুয়াডাঙ্গা পৌর জাসদ নেতা শরিফ উদ্দিন প্রমুখ।