স্কুলপড়ুয়া প্রেমিক জুটি আটক : বিয়ে ছাড়া বাড়ি ফিরতে নারাজ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: সহপাঠী দুজনেরই এখনও বিয়ের বয়স হয়নি। তাতে কি? দুজন গতপরশু যখন একটি ঘরে তখন প্রতিবেশীরা আটক করে। সালিস বসায়। তাতে সুরাহা না হলে শেষ পর্যন্ত পুলিশে দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানা থেকে দু জনের অভিভাবকেরা তাদেরকে বাড়ি ফিরিয়ে নিতে গেলে দুজনই বেঁকে বসে। বিয়ে না করে বাড়ি ফিরবে না বলেও সাফ জানিয়ে দেয় তারা। এ সময় দুজনই প্রাপ্ত বয়সের বলেও দাবি করেছে। যদিও দুজনই চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জের ভোকেশনাল ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকার বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামে। আর প্রেমিক বিপুল আলমডাঙ্গা উপজেলার নাগদাহের আনিছুর রহমান আনিচের ছেলে। প্রেমিকার বাড়ি থেকেই দুজনকে আটক করে স্থানীয়রা। তারা বলেন, আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে দুজন।