জীবননগরে পৃথক অভিযানে ফেনসিডিল উদ্ধার
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার পৃথক সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ২৬২ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। ফেনসিডিলসহ আটক মাদকব্যবসায়ী মোরাদ হোসেন (৪৩) জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাজাপুর ও নিমতলা বিজিবি পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, জীবননগর উপজেলার রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সীমান্তের মানিকপুর মাঠ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ শিংনগর গ্রামের মোরাদ হোসেনকে আটক করেন। এছাড়াও নিমতলা ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক কাজী আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার সিংনগর হালদারপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।