দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দর্শনার নীমতলা সীমান্ত থেকে বাংলাদেশের ৭ নাগরিককে আটক করে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করেছে বিজিবি। গতপরশু সোমবার মধ্যরাতে ৭ জনকে আটক করেন বিজিবির নীমতলা সীমান্ত ক্যাম্প সদস্যরা। গতকাল দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি বলেছে, ৭ জন ভারতে প্রবেশের চেষ্টা করছিলো। সন্দেহজনক অবস্থানের কারণে এদেরকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। ফলে মামলাসহ দামুড়হুদা থানায় দেয়া হয়েছে। অবশ্য আটককৃত ৭ জন বলেছে, ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর গতপরশু বিএসএফ গেদে সীমান্ত দিয়ে দেশে ঢুকিয়ে দিয়। সীমান্ত থেকে বিজিবি সদস্যরা আটক করেন।
নিমতলা সীমান্তের ৭৫ নং মেন পিলারের ৪ নং সাব পিলার এলাকা থেকে আটকৃতরা হলো- যশোর কোতয়ালি থানার নওদা মধুপুর গ্রামের রহমত আলী বিশ্বাসের ছেলে আ. সালাম বিশ্বাস (৩২), বান্দরবন জেলার আলীকদম উপজেলার মঞ্চপাড়ার নুর আহম্মেদের ছেলে সেফায়েত হোসেন (২৩), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়ইল গ্রামের মজিবুর মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫), হাসান মোল্লার ছেলে হাসু মোল্লা (১৩), নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের রুহুল আমীনের ছেলে মারুফ হোসেন (২১), বগুড়া জেলার সোনাতলা উপজেলার জাহানারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শরিফুল (২০) ও একই জেলার আদমদীঘি উপজেলার দুর্গাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আমিনুল ইসলাম (১৯)।
আটককৃত মারুফ হোসেন বলেছে, ১ বছর আগে বেনাপোল সীমান্ত হয়ে দালালের মাধ্যমে ভারতের মুম্বাই শহরে যাই। ওখানে সেনেটারির কাজ করতাম। ৪ মাস কাজ করার পর দেশে ফেরার সময় ২৬ জানুয়ারি ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে তাকে ৭ মাস কারাভোগ করতে হয়েছে। শেফায়েত হোসেনও এক বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের ব্যাঙ্গালুরে যায়। ওখানে বিল্ডিঙের কাজ করতো। ২৬ জানুয়ারি দেশে ফেরার সময় ভারতের পুলিশের হাতে ধরা পড়ে এবং ৭ মাস করাভোগ করে। আব্দুস সালাম গত ২৮ জানুয়ারি দামুড়হুদা উপজেলার দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে সে ৬ মাস কারাভোগ করে। আমিনুর রহমান ২০১৪ সালের ২ অক্টোবর সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পুলিশের হাতে ধরা পড়ে তাকে ১১ মাস কারাভোগ করতে হয়। শরিফুল ইসলাম ২০১৪ সালের জানুয়ারি মাসে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পুলিশের হাতে ধরা পড়ে সে দেড় বছর কারাভোগ করে। হাসান মোল্লা ও তার নাবালক ছেলে আশু মোল্লা ৭ মাস আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পুলিশের হাতে ধরা পড়ে তাদের ৬ মাস কারাভোগ করতে হয়। আটককৃতরা আরো জানায়, আমরা সাতজন আলাদা আলাদাভাবে ভারতে প্রবেশ করি। পরে জেলাখানায় আমাদের পরিচয় হয়। গত সোমবার আমরা দেশে ফিরে আসার সময় বিজিবি সদস্যরা আমাদের আটক করেন।