মামুনুলদের শক্তিটা দেখাতে চায় অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের বাছাই পর্বে কিরগিজস্তানের বিপক্ষে পাওয়া কষ্টের জয়টি এখন আর মনে রাখতে চাইছে না অস্ট্রেলিয়া। বরং সেটা ভুলে মামুনুলদের নিজেদের শক্তিটা দেখাতে উন্মুখ হয়ে আছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় ম্যাচ।

পার্থে বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়া দলের ফরোয়ার্ড ম্যাথু লেকি নিজেদের মাঠে খেলার সুবিধা টেনে বলেন, এশিয়াকাপে আমরা যেটা করেছিলাম, নিজেদের মাঠে এবার (বাংলাদেশের বিপক্ষে) সেই আধিপত্য করতে আশাবাদী। নিজেদের মাঠে আমরা খুবই শক্তিশালী এবং সেটা বৃহস্পতিবার আমরা দেখাতে চাই। মামুনুলদের বিপক্ষে ম্যাচের আগে চোট নিয়ে বড় সমস্যায় আছে পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক মাইল জেডিন্যাক ও নির্ভরযোগ্য গোলরক্ষক ম্যাট রায়ান। গুরুত্বপূর্ণ এ দু সতীর্থকে হারালেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না লেকি। জাতীয় দলের হয়ে লেকি এখন পর্যন্ত খুব একটা আলো ছড়াতে পারেননি। ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড দেশের হয়ে এ পর্যন্ত মাত্র একটি গোল করলেও আগামীতে গোল পাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। আমি জাতীয় দলের হয়ে গোল করতে চাই এবং আমি খুবই আত্মবিশ্বাসী যে, যদি কঠোর পরিশ্রম করি, তাহলে এটা (গোল) আসবে। (ক্লাবের হয়ে) গোল করে অস্ট্রেলিয়ার ক্যাম্পে যোগ দেয়াটা আমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। বাছাই পর্বে এর আগে দুটি ম্যাচ খেলা বাংলাদেশের অর্জন ১ পয়েন্ট, ‘বি’ গ্রুপের পঞ্চম স্থানে আছে তারা। নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছিলো লোডভিক ডি ক্রুইফের দল। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।