আজ সামোয়া যাচ্ছে বাংলাদশ দল

 

স্টাফ রিপোর্টার: পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিতে আজ বুধবার সামোয়া যাচ্ছে ১৪ সদস্যের বাংলাদেশ দল। গেমসে পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। দলের সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মিজানুর রহমানের মানু। উদ্বোধনী অনুষ্ঠানে লাল সবুজের পতাকা বহন করবেন বক্সার রবিন মিয়া। আগামী শনিবার শুরু হওয়া এ গেমসের আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, স্কোয়াশ ও সাঁতারে অংশ নিচ্ছে বাংলাদেশ। আরচারির রিকার্ভ বো ইভেন্টের একক ও মিশ্র দ্বৈতে তামিমুল ইসলাম ও নন্দিনী খান স্বপ্না খেলবেন। অ্যাথলেটিকসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে এসকে আশরাফুজ্জামান ও মহিলাদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াবেন তামান্ন আক্তার। বক্সিং রিংয়ে ৫২ কেজিতে রবিন মিয়া ও ৫৬ কেজিতে রাকিব শেখ লড়বেন। স্কোয়াশের একক ও দ্বৈতে সাইফুল মিয়া ও রাকিন আজিজ খেলবেন। সাঁতারের ১০০ ও ৫০ মিটার মিটার ব্রেস্টস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিষ্টাইলে সাঁতরাবেন আরিফুল ইসলাম। একই ডিসিপ্লিনে মেয়েদের ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নিবেন সুরাইয়া আক্তার চুমকি। গেমসটি শেষ হবে ১১ সেপ্টেম্বর।