দামুড়হুদায় মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্টেশন সংলগ্ন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মোহাম্মদ, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন চাকলা ও সভাপতি আয়ুব আলী স্বপন। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, নাফিজ আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ হোসেন, নুরনবী, টিপু সুলতান, আশরাফুল ইসলাম, আশা মালিথাসহ প্রমুখ।

আলোচনা শেষে রুদ্রনগর ফুটবল একাদশ ও গোবিন্দপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দপুর ফুটবল একাদশ ১-০ গোলে রুদ্রনগর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন তুহিন, মামুন ও জাব্বার। ধারাভাষ্য দেন মিফতাহ উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন আযহারুল, ইমন, সোহেল, নসুমন, নূর সালাম, আরিফ, রুবেল, জুয়েল, বিপ্লব, নয়ন ও হাব্বুল।