স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় বিলের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন- ভাদারটেক গ্রামের আবদুস সাত্তার (৫০) ও তার ছেলে দশম শ্রেণির ছাত্র রমজান মিয়া (১৫)। নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হালুয়ারঘাটের পাশের বিলে মাছ ধরতে যায় বাবা-ছেলে। সেই মাছ বাজারে বিক্রি করে বাবা ও ছেলে একটি ছোট নৌকায় করে বাড়ি ফিরছিলেন। বিলের মাঝে একটি বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় পানির সামান্য ওপরে ঝুলে থাকা তারে নৌকাটি আটকে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনই বিলের পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে রাতভর তাদের খোঁজাখুঁজি করেও পায়নি। মঙ্গলবার সকাল ছয়টার দিকে বিদ্যুতের ওই খুঁটির পাশে বাবা ও ছেলের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নেয়।