স্টাফ রিপোর্টার: পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে অনিক মিয়া (২৫) ও রকি হোসেন (২৬) নামের দু যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক রকি হোসেন মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের নান্টু জোয়ার্দ্দারের ছেলে ও অনিক মিয়া একই গ্রামের বটু মিয়ার ছেলে। গতকাল সোমবার সকালে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ পরিচয় দিয়ে হাটগোপালপুর এলাকার মাসুদ নামের এক যুবকের কাছ থেকে ৩শ টাকা নেয় তারা। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়ারুল ইসলাম জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১৩শ টাকা, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।