চুয়াডাঙ্গার ছয় মাইলে সর্পদশংনে মাদরাসাছাত্রীর মৃত্যু

 

সরোজগঞ্জ প্রতিনিধি: সর্পদংশনে আবারও এক মাদরাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা ছয় মাইল গ্রামের মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী হাফিজা আক্তার সীমা সর্পদংশনের শিকার হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ছয় মাইল মিলপাড়ার আবু হানেফ আলীর মেয়ে স্থানীয় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। বিকেল বাড়ি গেটের সামনে থেকে তাকে বিষধর সাপে দংশন করে। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসাতালে নেয়া হয়। ১০ অ্যাম্পুল এন্টি স্নেকভেনম দেয়ার পর সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। চিকিৎসক জানিয়েছেন, যে সাপে দংশন করেছে তার বিষ প্রয়োগ অনেক বেশি ছিলো। রোগীর শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।