মুজিবনগর প্রতিনিধি: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে মুজিবনগর থানা কমিউনিটি পুলিশিঙের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর পর্যটন মোটেল হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর থানা কমিউনিটি পুলিশিং সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ কাজী আব্দুস ছালেক, কমিউনিটি পুলিশিং সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু।