ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া নামক স্থানে আলমডাঙ্গা প্রধান সেচখালের পাড় ভেঙে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল ডুবে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। এতে চাষি ও গ্রামবাসীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় এ সেচখালের পাড় ভেঙে গেলেও মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ নেয়া হয়নি কোনো পদক্ষেপ। আকস্মিক সেচখালের পাড় ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সদ্য রোপণকৃত ধানক্ষেতের বেশি ক্ষতি হচ্ছে। এলাকাবাসী দ্রুত সেচখালটি মেরামতের দাবি জানিয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিকের সাথে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।