চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচয়পর্ব অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে বিশেষ সভায় এ পরিচয় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামশুজ্জোহা (পিপি) সভা পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, সহসভাপতি ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক হুমায়ন কবীর মালিক, কোষাধ্যক্ষ অ্যাড. এমএম মনোয়ার হোসেন, কার্যকরী সদস্য গোলাম মোর্তূজা, ডা. ফকির মোহাম্মদ, অ্যাড. রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন।

অনুষ্ঠানে কমিটির সভাপতি মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সমিতির উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। হাসপাতাল উন্নয়নে নতুন কমিটি সঠিকভাবে ভূমিকা রাখতে পারে সেদিকে সকলকেই সজাগ থাকতে হবে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির ২০১৫-২০১৭ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. মনিরুজ্জামান গত ১৪ আগস্ট নির্ধারিত দিনে কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় ১২ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।