আলমডাঙ্গা রোয়াকুলির শিশুকন্যা কনিকা মাইক্রোবাসের ধাক্কায় আহত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের ৪ বছরের শিশুকন্যা কনিকা মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছে। গতকাল সোমবার সকালে মাইক্রোবাস ড্রাইভার আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কনিকাকে আহত অবস্থায় উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা থেকে দুটি মাইক্রোবাস নিয়ে ড্রাইভার দেলোয়ার ও মাসুদসহ কয়েকজন চুয়াডাঙ্গা যাওয়ার পথে রোয়াকুলি পৌছুলে খেলার ছলে রোয়াকুলি গ্রামের কালামের ৪ বছরের মেয়ে কনিকা রাস্তায় চলে আসে। এ সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে কনিকা মাটিতে পড়ে যায়। মাইক্রোবাসটি কনিকাকে বাঁচাতে গিয়ে পিলারের সাথে ধাক্কা খায়। আহত কনিকাকে দ্রুত উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।