গাংনীর সিঁন্দুরকোটায় ভুয়া কবিরাজের আস্তানায় অভিযান
গাংনী প্রতিনিধি: জিনের নাম ভাঙিয়ে চিকিৎসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সেই সনজিরা খাতুন (৪৫) অবশেষে গ্যাঁড়াকলে। প্রতারণার অপরাধে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। সনজিরা খাতুন মেহেরপুর গাংনী উপজেলার সিঁন্দুরকোটা গ্রামের আরজেল হোসেনের স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অভিযান চালিয়ে সিন্দুরকোটা গ্রামের আস্তানা থেকে সনজিরাকে আটক করা হয়। এ সময় আস্তানা থেকে নকল কিছু ভেষজ ওষুধ জব্দ করা হয়। জিনের দোহাই দিয়ে চিকিৎসার নামে প্রতারণার বিষয়টি স্বীকার করে সনজিরা। দণ্ডবিধির ২৭৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার আরিফ হোসেন। আদালতের আদেশে তাকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জিনের ক্ষমতায় সে চিকিৎসা দিয়ে সব রোগ ভালো করতে পারে এমন দাবি করে সনজিরা দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো। তার প্রধান টার্গেট নারী রোগী। গ্রামের সহজ সরল নারীদের জিনের দোহাই দিয়ে আকৃষ্ট করেই চলতো তার প্রতারণার ব্যবসা। চিকিৎসা নিতে তার বাড়িতে দূর-দূরান্ত থেকে আসা নারী রোগীদের লাইন পড়তো। কয়েকজন ভুক্তভোগী রোগীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।